ত্রিদ্বার

রক্তিম ক্ষীণ আলোকরেখা সুড়ঙ্গের শেষে
এপারে রক্ত,লাশ; পঁচা মাংসের গন্ধ।
কুকুরের চিৎকারে সচকিত হই; বিশ্বাস স্তব্ধ
চৈতন্যের আগে থেকে। বিভৎস এক দ্বন্দ্বে রত
সত্বা আর কায়; কে আছে জেগে ত্রিদ্বারে!

শ্বাস চলে; ধীম গতিতে নাড়ীও। বাঁচা যদি এই
আজও বন্দি তবে ক্লান্ত দেহে। মহাযাত্রার
বৃথা চেষ্টার স্বাক্ষী। পরাজিত প্রায় এক সত্ত্বা।

আলোর পথিক আজ আলোতেই প্রলুব্ধ। কী
ভিষণ চাপল্য! ভেসে আসে ছেড়ে আসা টান,
“ফিরে আসবি তো!” গম্ভীর জেদ নিষ্কণ্টক
সে পথের কঠোর কারারক্ষী। দম্ভের রুদ্ধশ্বাসে
যুদ্ধে শ্রান্ত কায়া ধরাশায়ী। আবার সে পথ চায়।

ফেরার ইচ্ছে পুরনো ভিটেয় নয়, বইয়ের পাতায়।
হয়তবা স্মৃতি হয়ে বেঁচে থাকা। শুন্য হাতে ফের
উন্মাদ সংঘাতে- আরো একবার মৃত্যুর সাথে।।

অসমাপ্ত

হে ত্রৈগুণ্য আধার,
পুষ্পবাগে বিচরণরত মনপতঙ্গ উষ্ঠা খাইয়া
আপনার উপরে গিয়া উপবিষ্ট হইলে, তাহার
অনুরাগ কতৃক আলোড়িত না হইয়া আপনি
নির্লিপ্ত ত্রিষ্টুভ ন্যায় তাহাকে উঠাইয়া
উড়াইয়া দিলেন শূণ্যে।

উহা দ্বারা সৃষ্ট সমীরণে সপ্তসুর গোল
বাঁধাইলে চক্ষু অনন্তের স্বপ্নে আবিষ্ট
হইয়া পড়িল। তৎক্ষণে পতঙ্গের পুণঃইপ্সা
জাগিলে পুরাতন স্পর্শ লভিবার।
মাধুকরসম তবপদতলে অর্পন করিল তাহার প্রণয়সুধা।

অঞ্জলি হস্তে সেইক্ষন হইতে অপেক্ষায় রত
তৃষ্ণার্থ কিঙ্করসম সমাপনপ্রার্থী।

দূত

কড়া নাড়তেই খুলে গেল কপাট
অতি আগ্রহে অথচ সন্তর্পণে
চৌকাট পেরিয়ে এলে। দলিত হলো
যত্নে তুলে আনা সবকটা পাহাড়ি বুনোফুল।
অনর্গল চলে এলে,পরিক্ষার প্রশ্নোত্তর যেন।
এনেছিলে যাকিছু, পথে ছড়ালে নির্দিধায়।
তবু ফিরে চাওনি,জাগেনি কুড়োনোর মোহ।
শান্ত স্বরে বলে দিলে-
তুমি আর আমি, আপেক্ষিক।
সত্য শুধুই বাঁধাহীন কোন প্রান্তে দাঁড়ানো ‘সে’
সুখী চিরন্তন।
অকাট্য যুক্তির কিনারে সে হাসে।
সে সীমা ছুঁতে আরো কিছু পথ
আজও বাকি।

To The Lake

I am lost; I am gained.
I have found which I ain’t.
I am touched; I can feel.
How great You are!
Oh dear, God, I kneel!

Soft catkin! Fly and touch the sky.
I drag you from far
Thou can’t exit from my eyes.
The vigilant can’t catch thee.
As far you are linked with me.

Oh, see! Is its horizon!
O sun, why are you then
Create such amazing poison!
Why are you going to?
Please, stay for a little longer.

Who’s there questing love?
Blue cry I have seen,
Her green eyes rule.
Am I a shadow like a winter dew?
Which one am I,
Step one or a new?

পর্যটন নগরী চট্রগ্রামের দর্শনীয় স্থান সমূহ ঘুরে আসুন।

Why do you make me alone?
Why am I, without you, can’t live on?
Do you listen? I speak to thee.
The stream, the clouds,
and the birds are mocking at me.

What I am now! Am I in you?
Oh, I am here; I am there.
Growing as a new.
Thou stand like a warrior;
Defeat enemy soldiers.

Mighty soldier, in a war
Earned untouched immortality

I have found me,
The best ally I ever have.
Stay with me, till death.
I am refined; I know you.
I obtain myself in your view.