অসমাপ্ত

হে ত্রৈগুণ্য আধার,
পুষ্পবাগে বিচরণরত মনপতঙ্গ উষ্ঠা খাইয়া
আপনার উপরে গিয়া উপবিষ্ট হইলে, তাহার
অনুরাগ কতৃক আলোড়িত না হইয়া আপনি
নির্লিপ্ত ত্রিষ্টুভ ন্যায় তাহাকে উঠাইয়া
উড়াইয়া দিলেন শূণ্যে।

উহা দ্বারা সৃষ্ট সমীরণে সপ্তসুর গোল
বাঁধাইলে চক্ষু অনন্তের স্বপ্নে আবিষ্ট
হইয়া পড়িল। তৎক্ষণে পতঙ্গের পুণঃইপ্সা
জাগিলে পুরাতন স্পর্শ লভিবার।
মাধুকরসম তবপদতলে অর্পন করিল তাহার প্রণয়সুধা।

অঞ্জলি হস্তে সেইক্ষন হইতে অপেক্ষায় রত
তৃষ্ণার্থ কিঙ্করসম সমাপনপ্রার্থী।