কড়া নাড়তেই খুলে গেল কপাট
অতি আগ্রহে অথচ সন্তর্পণে
চৌকাট পেরিয়ে এলে। দলিত হলো
যত্নে তুলে আনা সবকটা পাহাড়ি বুনোফুল।
অনর্গল চলে এলে,পরিক্ষার প্রশ্নোত্তর যেন।
এনেছিলে যাকিছু, পথে ছড়ালে নির্দিধায়।
তবু ফিরে চাওনি,জাগেনি কুড়োনোর মোহ।
শান্ত স্বরে বলে দিলে-
তুমি আর আমি, আপেক্ষিক।
সত্য শুধুই বাঁধাহীন কোন প্রান্তে দাঁড়ানো ‘সে’
সুখী চিরন্তন।
অকাট্য যুক্তির কিনারে সে হাসে।
সে সীমা ছুঁতে আরো কিছু পথ
আজও বাকি।